সুনামগঞ্জের হাওরাঞ্চলের শিক্ষার্থীদের কষ্টকথা

শেয়ার করুন          হাওর হচ্ছে সাগর সদৃশ জলরাশির বিস্তৃত প্রান্তর। প্রচলিত অর্থে হাওর হলো বন্যা প্রতিরোধের জন্য নদী তীরবর্তী অবস্থানে নির্মিত মাটির বাঁধের মধ্যে গোলাকার নিম্নভূমি বা জলের আধার। হাওরের কথা বলতে গেলে অফুরন্ত জলরাশির সাগরের কথা আপনার মনে ভেসে উঠবে। শব্দ গঠনের ইতিহাস ও বাংলা ভাষার অভিধানে বলা হয় সাগর শব্দের অপভ্রুংশ হলো হাওর। মানুষের ভাষা প্রতিনিয়ত বদলে যায় খেয়ালে-বেখেয়ালে। কালের বিবর্তনের ছুটে চলায় সাগর থেকে সায়র এবং সায়র থেকে হাওর শব্দের উৎপত্তি। বাংলাদেশ নদীমার্তৃক দেশ।বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল সুনামগঞ্জ। সুনামগঞ্জ স্রষ্টার অপরূপ সৃষ্টি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জেলা শহর … Continue reading সুনামগঞ্জের হাওরাঞ্চলের শিক্ষার্থীদের কষ্টকথা